বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালুখালীতে জেলেদের হামলায় মৎস্য অফিসারসহ আহত ৪

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০১:২৫

রাজবাড়ীর কালুখালীতে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালামসহ দুই পুলিশ ও এক আনছার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর এলাকায় এঘটনা ঘটে।

আরও পড়ুন: হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল ) লাবিব আব্দুল্লাহ জানান, সন্ধ্যায় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে মা ইলিশ রক্ষা অভিযানে যায়। এ সময় তিনি কালুখালী উপজেলার সাদারচর এলাকায় গেলে জেলেরা তাদের উপর হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেলব সজল ও হাফিজ এবং আনছার সদস্য চাঁদ মিত্র  আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম