শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলার ঘটনার বিচার দাবিতে সারাদেশে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:৪৬

ভোলায় চার মুসল্লি হত্যা ও শতাধিক হতাহতের বিচার দাবিতে গতকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকার থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে পল্টন-শাহবাগ-রমনা থানা বিএনপি। মিছিলটি নয়াপল্টনের কার্যালয় থেকে নাইটিংগেল রেস্তোরাঁর মোড় দিয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক পথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের অন্যতম শর্ত হল সমাবেশ করা। এটি সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে ভোলায় সরকার সহ্য করল না, চার জনকে হত্যা করল, শতাধিক আহত করল বিনা কারণে, বিনা উসকানিতে। আমাদের সবাইকে এই প্রতিবাদে রাজপথে নেমে আসতে হবে।  সমাবেশে মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারও বক্তব্য রাখেন।