শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রতীতি সংগীত নিকেতনের দুই যুগ পূর্তি উত্সব

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:৫৫

শুদ্ধ শাস্ত্রীয় সংগীত শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রতীতি সংগীত নিকেতনের দুই যুগ পূর্তি উত্সব গত ১৮ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতীতির ব্যবস্থাপনা পরিচালক আশেক এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মো. আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, মিডিয়া কর্মী, প্রতীতির প্রশিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহমুদা, সেলিম রেজা, জাহাঙ্গীর, শাহপরান, পূজা, ভূমিকা ও মিথিলা এবং নৃত্য পরিবেশন করেন সৈকত, নয়ন, রাফি, অনন্যাসহ প্রতীতির শিল্পীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন