শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকার এমপিদের জন্য উন্নয়ন বরাদ্দের ২০ কোটি টাকার হদিস নেই :মেনন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:৩৮

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকার সংসদ সদস্যদের জন্য নির্ধারিত উন্নয়নের ২০ কোটি টাকায় ঢাকা সিটি করপোরেশনের রাস্তাঘাট নির্মাণ, মেরামত করার কথা থাকলেও এর কোনো হদিস নেই। এ টাকা কোথায় যায়? গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেনন বলেন, মশার ওষুধ কেনায় ডিসিসির দুর্নীতি মানুষের মৃত্যুর কারণ হলেও ডেঙ্গুর প্রকোপ নিয়ে মশকরা পর্যন্ত করা হয়েছে। সামনে মেয়র নির্বাচনে একজন সত্, দক্ষ ও কর্মোদ্যোগী মেয়র নির্বাচন করতে হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে মেনন বলেন, কাউন্সিলরদের যেন ক্যাসিনো ব্যবসা, টেন্ডারবাজি ও দখলবাজির কারণে দৌড়ের ওপর না থাকতে হয়। তিনি আরো বলেন, দুর্নীতি কেবল উন্নয়নকে বাধাগ্রস্তই করে না, সমাজের মূল্যবোধে বড়ো ধরনের অবক্ষয় সৃষ্টি করে। দেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের আধিপত্য সৃষ্টি হয়েছে, তা অর্থনীতির দুর্বৃত্তপনার ফলজাত। ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান মহানগরের শ্রমজীবী মানুষদের সংগঠিত করার আহ্বান জানান। ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়ও বক্তব্য রাখেন।