শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অবৈধভাবে পেঁয়াজ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে --------------------- বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যারা অবৈধভাবে পেঁয়াজ মজুত করে রেখেছে, সেই সব মজুতকারীর বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। এখন পেঁয়াজের দাম কমেছে।

সোমবার দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বাণিজ্যমন্ত্রী।  দেশে এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত আছে দাবি করে তিনি বলেন, ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ কেজি টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে। রংপুরেও টিসিবির মাধ্যমে এ ব্যবস্থা করা হবে। যাতে কোনো মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে।

উল্লেখ্য, বর্তমানে রংপুরের কাঁচাবাজার-গুলোতে প্রতি কেজি পেঁয়াজের খুচরা মূল্য এখনো ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।