শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বায়ার্নকে মাটিতে নামাল হফেনহেইম

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৩

Ð স্পোর্টস ডেস্ক

দিন চারেক আগেই গেলবারের চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ টটেনহ্যাম হটস্পারকে বিশাল ব্যবধানে হারিয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সেই বায়ার্ন এবার হফেনহেইমের কাছে ২-১ গোলে হেরে মুদ্রার উলটোপিঠটাও দেখল। ফলে বুন্ডেসলিগার সপ্তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল বুন্ডেসলিগা শিরোপাধারীরা।

শনিবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে গোল হজম করে বায়ার্ন। সফরকারী দলটিকে এগিয়ে দেন সার্জিস আদামিয়ান। ৭৩ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি ব্যাভারিয়ানদের সমতায় ফেরান। তবে সে সমতা বায়ার্ন ধরে রাখতে পারল মোটে ছয় মিনিট। ৭৯ মিনিটে আদামিয়ান দ্বিতীয় গোলটি করলে জয় নিয়েই বায়ার্নের মাঠ ছাড়ে হফেনহেইম।

টটেনহ্যামের বিপক্ষে ৭-২ গোলের জয়ের উচ্ছ্বাস থেকে বেরুতে না পারাতেই কি এমন হার? এমন প্রশ্নের জবাবে কোভাচ বলেন, ‘সম্ভবত সেটাই।’ জানান, মানসিকতার দোষেই হেরেছে তার দল। বায়ার্ন কোচের ভাষ্য, ‘মস্তিষ্কটা অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। আমাদের আরো প্রাণবন্ত হয়ে খেলতে হতো। বিশেষ করে প্রথমার্ধে। আমাদের আরো ভালো খেলা উচিত ছিল, দলটাকে আমি আরো দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখতে ছেয়েছিলাম।’

জার্মান কোচ আরো জানান, টটেনহ্যামের মাঠের যে নৈপুণ্য দেখিয়েছিল তার দল, তার ছিটেফোঁটাও এদিন দেখাতে পারেনি। যারই মাসুল দিতে হয়েছে হার দিয়ে। তিনি বলেন, ‘লন্ডনে যেমন খেলেছিলাম তেমন ভালো পারফর্মেন্সটা দিতে পারিনি আমরা। এখন হারটা স্বীকার করে নিতে হবে আমাদের।’

কোভাচ আরো যোগ করেন, ‘এখন আমাদের হাতে আরো দুই সপ্তাহ সময় আছে এবং আশা করি, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে সুস্থভাবেই দলে ফিরবে সবাই।’ মিডফিল্ডার কোরেন্তিন তোলিসোর ভুলে প্রথম গোলটি হজম করেছিল ব্যাভারিয়ানরা। এ ব্যাপারে কোভাচের মূল্যায়ন, ‘অবশ্যই সেটা হতে দেওয়া উচিত হয়নি আমাদের। এমন অবস্থায় নয়্যার কিংবা নিকলাস সুলের কাছে বলটা ছেড়ে দিতে হতো, সেটা হলে অপ্রীতিকর কিছুই হতো না।’