শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫৩

 স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের কিশোরী ফুটবল দল আজ ভুটানে যাচ্ছে।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। ৯ অক্টোবর ভুটান, ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগভিত্তিক টুর্নামেন্টের সেরা দুই দল ফাইনাল খেলবে ১৫ অক্টোবর।

দুই বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল । গত বছর নেপালে এই টুর্নামেন্ট খেলতে গিয়ে শিরোপা হারায়। গতকাল দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রূপনা চাকমা, শামসুন্নাহারদের শিরোপা উদ্ধারের অভিযান এটি। এই টুর্নামেন্টে একটা সময় খেলেছেন মারিয়া, সানজিদারা।  এখন তারা সিনিয়র দলে খেলছেন। কোচ গোলাম রব্বানী ছোটনের কথায়, ‘মারিয়া, সানজিদা, আখিরা বড়ো তারকা। কিন্তু একদিন এই অনূর্ধ্ব-১৫ দলের মতোই ছিল তারা। একদিন এই শামসুন্নাহার ও রূপনা চাকমারাও তারকা হবে। তবে এর জন্য পরিশ্রম করতে হবে।’ কোচ বললেন, অনূর্ধ্ব-১৫ দলটি  একেবারেই নতুন। তবে এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র, রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার, সোহাগী কিসকু, রোজিনা আক্তার, শাহেদা আক্তার রিপা, রেহেনা আক্তার, নওশিন জাহান ও রুমি আক্তার। ভারতে সুব্রত কাপে খেলে আসা ফুটবলার আছে সাত জন। এরা হলো উন্নতি খাতুন, নাসরিন আক্তার, আফিদা খন্দকার, মেহেরুন আক্তার, সুরমা জান্নাত, পূর্ণিমা রানী মণ্ডল ও স্বপ্না রানী। ছোটনের চোখে টুর্নামেন্টটি অনেক বড়ো চ্যালেঞ্জ। নতুনদের নিয়ে চ্যালেঞ্জে জিততে চান ছোটন।