শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩য় দিনের শুরুতেই ইশান্তের ধাক্কা, লড়ছেন এলগার-ডু প্লেসি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১২:৪৮

বিশাখাপত্নমে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন এলগার ও ডু প্লেসি। তৃতীয় দিনের সকালটাও ভালো যায়নি তাদের। শুরুতেই ইশান্ত শর্মা ফিরিয়ে দেন বাভুমাকে (১৮)। প্রোটিয়াদের রান তখন চার উইকেটে ৬৩। গতদিনেই তিন উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা।

তৃতীয় দিন সকাল থেকে প্রোটিয়াদের চেপে ধরা পরিস্থিতিতে লড়াইয়ে ফেরানোর চেষ্টা শুরু করেন এলগার ও ডু প্লেসি। ৬৩-৪ থেকে লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর চার উইকেটে ১৫৩। ক্রিজে রয়েছেন এলগার (৭৬) ও ডু প্লেসি (৪৮)। এলগারের ৭৬ রানের ইনিংসে মেরেছেন আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। ডু প্লেসিও সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। 

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার

এর আগে ভারত ৫০২ রানে  ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান লড়াই শুরু করলেও ম্যাচের রাশ এখন ভারতেরই হাতে। 

ইত্তেফাক/অনি