শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেহেরপুরে পাঁচ জনের যাবজ্জীবন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

মেহেরপুর প্রতিনিধি

জেলার গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের ইউপি সদস্যসহ জোড়া খুন মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো: এলাঙ্গী গ্রামের বজলুর রহমান, শহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম, আব্দুল মজিদ ও ইয়াহিয়া।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ জানুয়ারি বাদী দিরাজউদ্দীন ও তার ভাই হিরাজউদ্দীন এলাঙ্গী গ্রামে তাদের আত্মীয় ইউপি সদস্য আক্তারের বাড়ি বেড়াতে যান। রাতে খাবার পর আক্তারের নিজস্ব কক্ষে সবাই গল্প করছিলেন। এ সময় ২০ থেকে ৩০ জন  অস্ত্রধারী লোক অপহরণ করে। যাওয়ার সময় হিরাজ পালিয়ে গেলেও সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় অপর দুই জনকে। পরদিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামের মাঠ থেকে আক্তার মেম্বর ও দিরাজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।