শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৮

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য খোরশেদ আলম মিলনকে একদল মুখোশধারী সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলাদাদপুর মসজিদের দক্ষিণ পাশে লিটনের মুদি দোকানে এ ঘটনা ঘটে। বটতলী-দত্তপাড়া সড়কের দক্ষিণ দিক থেকে মোটরসাইকেলে আসা একদল মুখোশধারী সন্ত্রাসী লিটনের মুদি দোকানে এসে মিলনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মিলন নিহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মিলন দোকানে চা খেতে ছিলেন। এ সময় আকস্মিক কয়েকটি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী এসে তাকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। স্থানীয় কয়েকটি সূত্র জানায়, মিলন মেম্বার ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও কয়েক বছর থেকে তিনি সন্ত্রাসী পথ পরিহার করেন। এরপর মেম্বার নির্বাচিত হয়ে স্থানীয় জনগণের সেবায় নিয়োজিত থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।