শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণখোলার ৯ জেলে বজ্রাঘাতে আহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৯ জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জেলেকে রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়ার দক্ষিণে গভীর সাগরের মৌডুবি বয়া এলাকায় জাল ফেলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতের শিকার ফিসিংবোট এফবি আরিফুলের মালিক শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের  মোঃ আলামিন তালুকদার জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার বোটের জেলেরা সাগর থেকে জাল টেনে বোটে উঠাচ্ছিলেন। এ সময় ঝড়োবাতাসের সঙ্গে হঠাৎ করে তার বোটের ওপর বজ্রপাত হয়। ফলে ৯ জেলে কমবেশী আহত হন। তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হন। আহত বেশীর ভাগ জেলের দেহে ঝলসে গেছে। অনেকে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। বজ্রপাতে ফিসিংবোটের ব্যাটারি বিষ্ফোরিত হয়ে বোটের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত জেলেদের রবিবার দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এরা হচ্ছেন, বাদল খান (৩০), বোট মালিক আলামিন তালুকদার (৩৫), মিঠু হাওলাদার (২৫) ও  মোঃ রিয়াজ (২৫) । এদের  সকলের বাড়ি উপজেলার জিলবুনিয়া গ্রামে। আহত অন্য জেলেরা প্রাথমিক চিকিৎসা  নিয়ে বাড়ি ফিরে গেছে। ওই ফিসিংবোটে ১৭ জন জেলে অবস্থান করছিলো।

আরও পড়ুন: জাবিতে ৬ষ্ঠ দিনের মতো চলছে উপাচার্যবিরোধী আন্দোলন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খায়রুল বাসার জানান, আহত জেলেদের দুজনের শরীর আগুনে পোড়া এবং দুজন কানে শুনতে পারছেন না। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে  খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু