শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬৫৯ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ীকে ৬৪৫ পিচ ইয়াবাসহ আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম হুমায়ূন কবীর (৩০)। সে মঙ্গলকোট দক্ষিণপাড়ার আবু সাঈদ খোকার ছেলে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মঙ্গলকোট বাজারের লিটন আলীর টেইলার্সের দোকানের সামনে মাদক ব্যবসায়ী হুমায়ূন কবীর ইয়াবা বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ৬৪৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। একইদিন কেশবপুর থানা পুলিশ সরসকাটি বাজার থেকে বরণডালী গ্রামের মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুসকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিগন্যাল লাইটের ভেতর থেকে ১৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

আরও পড়ুন: কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

ইত্তেফাক/নূহু