শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রঙ্গমঞ্চ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০

আশিক মাহমুদ রিয়াদ

বাংলাবাজার, সদর, বরিশাল।

আমার গার্লফ্রেন্ডের বাসা থেকে বিয়ের চাপ জন্য দিচ্ছে। অনিতা আমাকে বারবার বলছে বিসিএস দিতে। তার বাবা নাকি বিসিএস ক্যাডার ছেলে ছাড়া মেয়ের বিয়ে আর কারো সাথে দেবে না। আমি পড়ে গেলাম ঝামেলায়। যদিও বরাবরের মতো ঝামেলায় ব্যাপারে আমি উদাসীন। এসব ঝামেলা আমার গায়ে লাগে না।

সে বাদম ভাঙছে। প্রতিদিন তার সাথে দেখা করতে গেলে বাদাম নিয়ে যেতে হয়। গুটুর গুটুর করে বাদাম ভাঙে তারপর বলে, ‘দেখি, হা করো তো।’ আমি হা করি। বাদামগুলো সে আমার মুখে দেয়। এদিক দিয়ে অবশ্য আমাকে ভাগ্যবান বলা চলে। আজকালকার মেয়েরা ডেইরি মিল্ক আর ক্যাডবেরি ছাড়া আর কিছুই জানে না। তাদের উঠতে বসতে ডেইরি মিল্ক লাগে। আর না হয় তারা এক কথায় বলে দেয় ‘ব্রেকাপ’। অনিতার সাথে অবশ্য আমার কখনো ব্রেকাপের কথা হয়নি। সেজন্য অনিতা মাঝেমধ্যে ভণিতা করে বলে, ‘ইউ আর বেটার হাফ।’

আজ শুক্রবার। অনিতার জন্য বিসিএস পাস করা ছেলে পাওয়া গেছে। আজ সেই ছেলে তাকে দেখতে বাসায় যাবে। সে আমাকে সকালে মেসেজ দিয়েছে, ‘এই শোনো, আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে! তুমি বিকেলে এসে বাবার সামনে দাঁড়াবে। সবকিছু খুলে বলবে। না হলে আমি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলব। বাবা যদি না মেনে নেয়, তাহলে আমরা পালাব। বিয়ে করে এক সপ্তাহ পর ফিরে এলে বাবা আমাদের মেনে নেবেন। কোনো সমস্যা হবে না।’ আমি এক ঘুম দিয়ে উঠে মেসেজ চেক করে আবার কাঁথামুড়ি দিয়ে ঘুমের সাগরে তলিয়ে গেলাম। বিকেলে রওনা হলাম অনিতাদের বাসায়। বাসার ঠিকানা খুঁজে বের করলাম।

‘আরে ইশতিয়াক সাহেব যে। স্যার কেমন আছেন?’

দরজা খুলে অবাক হলেন আমার অফিসের কলিগ মোশাররফ সাহেব। (আমি একটা অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। অনিতার কাছে এ সত্যটা গোপন করেছি। কেন করেছি আমি নিজেও জানি না। কিছু কিছু ব্যাপার লুকোতে হয়।) দরজার সামনে দাঁড়িয়ে উনি ও আমি দুজনেই অবাক হলাম। উনি আমার বেশ পরিচিত। আমার বাবার বয়সী একজন মানুষ। অফিসের পদমর্যাদায় তার উপরে থাকায় তিনি আমাকে স্যার স্যার বলে ডাকেন। আমার এতে ভারী লজ্জা হয়। আমি তাকে বারবার নিষেধ করেছি, তবুও তিনি আমাকে স্যার বলেই ডাকেন।

‘আপনি শুভ দিনে আমাদের বাসায় এসেছেন। এতে আমি খুশি হয়েছি? অত্যন্ত খুশি হয়েছি? আজ আমার মেয়েকে দেখতে আসবে। বিয়ের কথা পাকাপাকি করে ফেলব,’ বললেন মোশাররফ সাহেব।

আমার সামনে সাদা দাড়িওয়ালা যে ভদ্রলোক বসে আছেন, তিনি অনিতার বাবা। তার নাম মোশাররফ উদ্দিন। আমার ভড়কে যাওয়ার কথা ছিল। তবে ভড়কালাম না। বেশ ভালো একটা নাটকের মঞ্চ তৈরি হয়েছে। আমাকে দেখার পর অনিতার আক্কেলগুড়ুম হলো। অনিতার বাবা তার মেয়েকে বললেন, আমাকে কদমবুসি করতে। অনিতা বাবার দিকে তাকাল হতভম্ব চোখে। মোশাররফ সাহেব বললেন, ‘আরে যা করতে বলেছি কর না। উনি বয়সে আমার ছোট হলেও আমার অফিসের সিনিয়র কলিগ। অত্যন্ত ভালো মানু্ষ।’ অনিতা আমার দিখে বিস্ফোরিত চোখে তাকাতে তাকাতে কদমবুসি করল।

আমার বয়স বেশি না। গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি বছর দু-এক হলো। রেজাল্ট ভালো থাকায় গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথেই চাকরি পেয়েছি। তবুও অনিতা আমাকে কদমবুসি করার সময় নিজেকে মুরব্বি মুরব্বি মনে হলো। আমি ভণিতা করে বললাম, ‘আহা! এর কী দরকার!’

বেশ কিছুক্ষণ হয়ে গেল। আমার সামনে চা-নাশতা রাখা হয়েছে। কলিংবেল বেজে উঠল। মোশাররফ সাহেব খুশি খুশি মন নিয়ে বললেন, ‘উনারা এসে গেছেন।’ লাফ দেওয়ার মতো করে সোফা থেকে উঠে দরজার দিকে এগোলেন। দরজা খুললেন। ভিতরে মাত্র দুজন মানুষ ঢুকলেন। তারাও আমার অতিপরিচিত। আমার বাবা-মা। বাবা আমাকে দেখে বিচলিত হলেন না। তিনি বললেন, ‘আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেয়াই সাহেব। আমরা অত্যন্ত দুঃখিত!’ মা আমাকে খেয়াল করলেন না। তিনি অনিতার মায়ের সাথে ভেতরে গেলেন। ভেতর থেকে মায়ের আকুতি-মিনতি শোনা যাচ্ছে। বেয়াইন, ‘আমার ছেলেটা যে এ রকম করবে জানা ছিল না। কোন মেয়েকে নিয়ে ভেগেছে কে জানে! এখন কী হবে? এখন কী হবে?’

বাবা বললেন, ‘সোফায় যিনি বসে আছেন উনি কে?’

মোশাররফ সাহেব বললেন, ‘উনি আমার অফিসের কলিগ।’

বাবা আমার দিকে মিটিমিটি হাসি নিয়ে তাকালেন।

 

দুই.

ফট করে অনিতা ঝাটা হাতে তার রুম থেকে বেড়িয়ে এলো। রেগেমেগে আগুন হয়ে। রক্তচক্ষু নিয়ে আমার গায়ে ঝপাং করে বাড়ি দিতে গেল। আমি কোনোমতে নিজেকে রক্ষা করলাম। এক দৌড়ে বেরিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে। আম্মা আর অনিতার মা ছুটে এলেন শব্দ শুনে। আনিতা আমার পিছন পিছন ছুটছে। মা এসে আমাকে দেখেলেন, আমি দৌড়াচ্ছি, আমার পিছন পিছন ঝাটা হাতে দৌড়াচ্ছে অনিতা। মা বলছেন, ‘অ্যাই ইশতিয়াক, অ্যাই!’ বাবা বলছেন, ‘দৌড়া বেটা, দৌড়া!’ অনিতার মা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন। অনিতার বাবা মোশাররফ সাহেব বলছেন, ‘আমার চাকরি গেল! আমার চাকরি গেল!’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন