মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হালসা স্কুলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ।

 

চিকিত্সা প্রদানের আগে বিশেষজ্ঞ চিকিত্সকগন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনা বিষয়ে রোগীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে চিকিত্সকরা ক্যাম্পে রোগীদের চিকিত্সা সেবা প্রদান করেন। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিশু, হূদরোগ, অর্থপেডিকস্ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে রেজিস্ট্রেশনকৃত প্রায় এক হাজার রোগীকে চিকিত্সা দেয়া হয়।

 

মেডিসিন বিশেষজ্ঞ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ, ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান লাবু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী সরওয়ার জাহান, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আশরাফুল হক দারা, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জমির উদ্দীন সরকার, হূদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিরাজুম মুনির ও নাসিমুল বারী বাপ্পী রোগীদের চিকিত্সা দেন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজের একদল ইন্টার্ণী ডাক্তার মেডিকেল টিমকে সার্বিক সহয়তা করেন। বিনামূল্যে স্বাস্থ্য সেবার এ কার্যক্রম  মহত্ ও অনন্য উদ্যোগ বলে এলাকাবাসী জানান। অপরদিকে বিনাখরচে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিত্সা পেয়ে এলাকার গরীব ও হত-দরিদ্র রোগীরা বেশ মুগ্ধ হন। এর আগে উপজেলার বহূলবাড়িয়া, চিথলিয়া, সাহেবনগরসহ বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত সাতটি ফ্রি মেডিকেল  ক্যাম্পে অন্তত ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিত্সা দেয়া হয়।

 

উল্লেখ্য, ডাক্তার ইফতেখার মাহমুদ তার মরহুম পিতা-মাতার নামে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ গঠন করে উপজেলা প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা দিচ্ছেন। গরীব মানুষের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিত্সা কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডাক্তার ইফতেখার মাহমুদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সেলের ডেপুটি রেজিস্ট্রার শামসুর রহমান বাবু, মিরপুর থানার ওসি আবুল কালাম, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর  রহমান মিলন, হালসা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এএম