শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লোহাগড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

লোহাগড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাশিপুর ইউপি সদস্য আবদুল অহেদ শেখকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন লোহাগড়া থানার এসআই জয়নুল আবেদীন। গতকাল সোমবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল কাশিপুর ইউনিয়ন পরিষদ একাদশ ও নলদী ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এসময় বদলি খেলোয়াড় মাঠে নামানোকে কেন্দ্র করে কাশিপুর সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ দর্শকদের ওপর হামলা চালায়। এতে মঞ্চে থাকা লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আবদুর হান্নান রুনু,  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসসহ উপস্থিত অন্য কর্মকর্তাদের ওপর কাশিপুর ইউপির লোকজন চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন উপস্থিত থানা পুলিশকে নির্দেশ দেন। পরে লোহাগড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে উত্তেজিত দর্শকদের হামলায় এসআই জয়নুল আহত হন। 

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ বারী জানান, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এসআই জয়নুল আহত হয়েছেন। কাশিপুর ইউপি সদস্য আবদুল অহেদ শেখকে গ্রেফতার করা হয়েছে।