শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এশিয়া কাপ আর্চারিতে রুমান সানার স্বর্ণজয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪

দেশসেরা আর্চার রুমান সানা এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভে স্বর্ণজয় করেছেন। গতকাল শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে চীনের শি জেঙ্কিকে ৭-৩ গেমে হারিয়েছেন আনসারের এই আর্চার। প্রতিযোগিতার অন্যান্য ইভেন্টও দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। দলীয় পুরুষ রিকার্ভে রৌপ্যজয়ের পাশাপাশি মিশ্র দলীয় রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জয় করে ফিরছে কোচ মার্টিন ফ্রেডেরিখের শিষ্যরা।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে গতকাল পুরুষ রিকার্ভের ফাইনালে শুরুর সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন সানা।  ২৬-২৯ পয়েন্টে জিতে দ্বিতীয় সেটে এগিয়ে যান সানার চীনা প্রতিপক্ষ শি জেঙ্কি। তবে তৃতীয় ও চতুর্থ সেট যথাক্রমে ২৯-২৫ ও ২৮-২৫ গেমে জিতে ম্যাচে ফিরে আসেন সানা। শেষ সেট ২৮-২৭ ব্যবধানে জিতে স্বর্ণজয় নিশ্চিত করেন খুলনার এই আর্চার। তবে এশীয় ইভেন্টে স্বর্ণজয় সানার জন্য নতুন কিছু নয় মোটেও। এর আগে ২০১৪ সালে থাইল্যান্ডে এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্সে স্বর্ণজয় করেছিলেন তিনি। পাশাপাশি ২০১৭ সালে বিশকেকে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্চারি টুর্নামেন্টেও সোনা জিতেছিলেন সানা। গেলবছর ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারিতেও স্বর্ণজয় করেছিলেন তিনি।