মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইলিয়াসের ‘স্টেজ ফর ইয়ুথ’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

সৃজনশীল তরুণদের নিয়ে ভিন্নধারার একটি প্লাটফর্মের দায়িত্ব নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। সেই হিসেবে তরুণদের জন্য যাত্রা করলো আরও একটি প্লাটফর্ম। যেখানে তরুণরা নিজেদের মেধা ও সৃষ্টিশীলতাকে তুলে ধরবে সবার সামনে, সবার জন্য। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের উদ্যোগে গড়ে ওঠা এই প্লাটফর্মটির নাম ‘স্টেজ ফর ইয়ুথ’। সমপ্রতি রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উদ্বোধন হলো স্টেজ ফর ইয়ুথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটুসহ আরও অনেকে।

স্টেজ ফর ইয়ুথের প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন তার বক্তব্যে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘স্টেজ ফর ইয়ুথ কাজ করবে তরুণদের ঘিরে। তারুণ্য নির্ভর একটি মজবুত প্লাটফরম গড়ে তোলার চেষ্টা করছি আমরা। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’