বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানকে বাদ দিয়ে আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ ভারতের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০

পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ভারত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রধান তাকেহিকো নাকাও টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আঞ্চলিক অন্তর্ভুক্তি ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ অর্থনীতিতে খুব ভাল করছে।

অথনৈতিকভাবে দ্রুত বর্ধণশীল বাংলাদেশ ও মিয়ানমারকে এই জোটে রাখা হবে। আঞ্চলিক অথনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করতে এই উদ্যোগ নিচ্ছে দিল্লি। 

এমন সময় এই উদ্যোগ নেওয়া হচ্ছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জোটের নাম হবে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক)।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের কার্যক্রমে ধীরগতি থাকায় এই জোট গঠনের চিন্তা চলছে। জোটের অন্য সদস্যরা হচ্ছে- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী গ্রীষ্মে সংশ্লিষ্ট দেশের অর্থমন্ত্রীরা নয়াদিল্লিতে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এসআর