বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের সঙ্গে পদত্যাগ নিয়ে আলোচনা হয়নি ল্যামের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৭

চীনের শাসিত অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, তিনি তার পদত্যাগ নিয়ে কখনো চীনের সঙ্গে আলোচনা করেননি। কারণ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই তার। গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনার অডিও ফাঁস হওয়ার পর গতকাল এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ল্যাম। ওই অডিও টেপে বলা হয়েছে, ল্যাম বলেছেন, আমি হংকংয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। আমি যদি পারতাম তাহলে পদত্যাগ করতাম। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু সেই অডিও টেপের তথ্য নিয়ে কিছু বলেননি ল্যাম। এদিকে চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, ল্যামের প্রতি পূর্ণ আস্থা আছে বেইজিংয়ের। আর পশ্চিমা মিডিয়া ভুয়া তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত তিন মাসের বেশি সময় ধরে হংকংয়ে গণতন্ত্রকামীদের আন্দোলন চলছে। -রয়টার্স