বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:০১

 

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক , সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বিজ্ঞান- মডেল প্রশ্ন

 

 

 

                           পূর্ণমান : ১০০

১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২ ´ ১৫ = ৩০

 ক) পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? কী কী?

(খ) ঘাস, ঘাসফড়িং ও ব্যাঙ এদের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?

(গ) বর্তমানে জীবজন্তু হ্রাসের কারণ কী?

(ঘ) বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?            

(ঙ) কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তার নাম কী?

(চ) পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?

(ছ) আলু সারা বছর পাওয়ার জন্য তুমি কীভাবে সংরক্ষণ করবে?

(জ) সংক্রামক রোগ কী?                                                                    

(ঝ) আকাশের তারা পর্যবেক্ষণে তুমি কোন যন্ত্র ব্যবহার করবে?

(ঞ) জৈব প্রযুক্তি কী?

(ট) সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা কোন যন্ত্রের প্রাপ্ত তথ্যের মাধ্যমে জীবন রক্ষা করতে পারে?

(ঠ) আর্দ্রতা কী? বাতাসের জলীয় বাষ্পের সাথে আর্দ্রতার সম্পর্ক লেখ।

(ড) নবায়নযোগ্য দুটি সম্পদের নাম লেখ।

(ঢ) হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লেখ।

(ণ) রাসায়নিক সার ও কীটনাশক অধিক উত্পাদনে সাহায্য করে। এর ক্ষতিকর দিক কী?

২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) :১ ´ ১২ = ১২

(ক) বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক — উত্পাদনে সাহায্য করছে।

(খ) - ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

(গ) দূষিত মাটিতে উত্পন্ন ফসল — হিসাবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়।

(ঘ) উদ্ভিদের দেহের প্রায় — ভাগ পানি।

(ঙ) ইউরিয়া সার প্রস্তুতে — ব্যবহার করা হয়।

(চ) মানুষের বিভিন্ন কর্মকাণ্ড—দূষণের একটি বড় কারণ।

(ছ) শক্তির রূপের পরিবর্তনই হলো — রূপান্তর।

(জ) মাছ ও মাংসে — মাধ্যমে পচন ধরতে পারে।

(ঝ) —সোয়াইন ফ্লু রোগের লক্ষণ।

(ঞ) সৌরজগতের — টি গ্রহ।

(ট) প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের —প্রয়োগ।

(ঠ) বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে — হয়।

(ড) আইসিটি মানুষের পারস্পরিক — সহজ করেছে।

(ঢ)— গ্রিন হাউজ গ্যাস নয়।

৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর  :২ ´ ৫ = ১০

         বামপাশ

                    ডানপাশ

 ক) বায়ু জীবের জন্য

(খ) উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে

(গ) শ্বাস গ্রহণের জন্য বায়ুর

(ঘ) বায়ুর নানাবিধ

(ঙ) বায়ু ব্যবহার করে বিদ্যুত্

 i. ব্যবহার রয়েছে

 ii.অক্সিজেন প্রয়োজন

 iii.অক্সিজেন              

 iv. খুব গুরুত্বপূর্ণ

 v.বায়ুপ্রবাহের মাধ্যমে

 vi.উত্পন্ন করা হয়

vii. খাদ্য তৈরি করে

                               

৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ :) ৬ ´৮ = ৪৮

(ক) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পাঁচটি পার্থক্য লেখ।         ১ + ৫ = ৬

(খ) উদ্ভিদের দেহের কত ভাগ পানি ও প্রাণিদেহের কতভাগ পানি? প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য পানি পান করে। পানি মানুষের শরীরের জন্য কেন প্রয়োজন?    ২ + ৪ = ৬

(গ) ধূমপান ক্ষতিকর কেন? বায়ুদূষণ রোধের ৪টি উপায় লেখ।            ২ + ৪ = ৬

(ঘ) শক্তি কী? দৈনন্দিন জীবনে শক্তির পাঁচটি ব্যবহার লেখ।                ১ + ৫ = ৬

(ঙ) বরফ কীভাবে পানিতে পরিণত হয়? দুধ কেন তরল পদার্থ? তিনটি কারণ লেখ। কোনো কিছু দিয়ে না মুছে বোতলের ভিতরে লেগে থাকা পানি দূর করার উপায় লেখ।                                         ১ + ৩ + ২ = ৬

(চ) খাদ্য সংরক্ষণ কী? বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের উপায় পাঁচটি বাক্যে লেখ।                 ১ + ৫ = ৬

(ছ) সোয়াইন ফ্লু কেন হয়? সোয়াইন ফ্লুর চারটি লক্ষণ লেখ।          ২ + ৪ = ৬

(জ) যুথি রাতের আকাশে পৃথিবীর একমাত্র উপগ্রহটিকে কখনো বড় আবার কখনো ছোট হতে দেখে। উপগ্রহটির নাম কী? এর ৩টি বৈশিষ্ট্য লেখ। উপগ্রহটির উক্ত অবস্থা সম্পর্কে দুটি বাক্য লেখ।                                                                                 ১ + ৩ + ২ = ৬

(ঝ) ইন্টারনেট কী? ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপগুলো লেখ।         ১ + ৫ = ৬

ঞ) গ্যাস কী ধরনের সম্পদ? এরূপ দুটি সম্পদের নাম লেখ। গ্যাসের অপচয় 

 রোধ করার দুটি উপায় লেখ।                                              ২ + ২ + ২ = ৬