শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে গোলাগুলিতে পাঁচ ভারতীয় ও তিন পাকিস্তানি সেনা নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:০৮

কাশ্মীর সীমান্তে গতকাল বৃহস্পতিবার গোলাগুলিতে পাঁচ ভারতীয় এবং তিন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।  পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় এমন দাবি করেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার লাইন অব কন্ট্রোলে (এলওসি) বিনা উসকানিতে গুলি বর্ষণ করেছিল ভারতীয় সেনারা। এতে তিন পাকিস্তানি সেনার মৃত্যু হয়। প্রতিশোধ হিসেবে পাকিস্তানি সেনারা পাল্টা গুলি চালায়। এতে ৫ ভারতীয় সেনা নিহত হয়। এছাড়া তাদের বেশ কয়েকটি বাংকার বিধ্বস্ত হয়। তিনি টুইটে আরো লেখেন, দীর্ঘ সময় ধরে থেমে থেমে গোলাগুলি চলে।

আসিফ গফুরের দাবি সত্যি হলে চলতি বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি। ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে এই গোলাগুলি ও নিহতের বিষয়টি সামনে এলো।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। বাহিনীর মুখপাত্র কর্নেল আমান্দ আনন্দ বলেছেন, পাকিস্তান যে দাবি করেছে তা পুরোটাই ভিত্তিহীন। তাদের এই বানোয়াট গল্প আমরা কঠোরভাবে অস্বীকার করছি।