বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থানা হাজতে গরু চুরি মামলার আসামির আত্মহত্যা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৪৮

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ আল মামুন (২২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে হাজতে রাখার পর বিকাল সাড়ে ৪টার দিকে হাজতখানায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঐ আসামি উপজেলার সদর ইউনিয়নের যদুমনি গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক পাল। 

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বলেন, সদর ইউনিয়নের কেসবা তেলীপাড়া এলাকায় আব্দুস কুদ্দুসের গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আব্দুল্লাহ আল মামুনকে আটক করে। এরপর ওই এলাকার সংরক্ষিত ইউপি সদস্য নার্গিস বেগমের বাড়িতে তাকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দুপুর ২টায় গরুসহ তাকে থানায় নিয়ে আসে। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। 

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে থানায় চুরির মামলা করা হয়। এই মামলার বাদী হয়েছেন থানার এসআই জাহিদ হাসান। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে হাজতখানায় ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। সে কাঁথা ছিঁড়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ