শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খালি খালি নোয়াখালী

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫১

‘ছোটকাকু’ সিরিজ

ঈদের ৭ দিন

চ্যানেল:চ্যানেল আই

সময়:সন্ধ্যা ৬টা ১০ মিনিট

শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘খালি খালি নোয়াখালী’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারো ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে একই সময়ে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এ সিরিজটি প্রচারের মধ্য দিয়ে শুরু হবে টানা ৮ দিনব্যাপী চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার সম্প্রচার।

গল্পে দেখা যাবে, জনপ্রিয় অভিনেত্রী লাবলী খুন হয়েছে। মোটিভ কোনোকিছুতেই ধরা পড়ছে না। ছোটকাকু অনেক রহস্যেরই জটিল সমাধান করেছেন। কিন্তু এইবারের কেসটি তাঁর জন্য একটু ভিন্ন। লতিফ একজন বুদ্ধিমান লোক! তাঁর মাথায় এমন পরিকল্পনা কিভাবে এলো ছোটকাকু তা কিছুতেই তা উন্মোচন করতে পারছিল না। জজ সাহেবের সঙ্গে এই লতিফের কিসের শত্রুতা! ছোটকাকু যখন জজ সাহেব এবং লতিফের সম্পর্ক নিয়ে জানতে গেলেন তখনই বেরিয়ে এলো রহস্যময় ঘটনা। এর সঙ্গে লাবনীর খুনের সম্পর্ক। টিংকুকে আটকে রেখে এই লতিফ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নোয়াখালীতে গিয়েই ছোট ছোট কাকু এই রহস্যের জট খুলতে শুরু করলেন। এই নানা রহস্যে নিয়েই এবারের সিরিজ ‘খালি খালি নোয়াখালী’।

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন