বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাবুলে বোমা বিস্ফোরণে আহত ৯৫

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি তালেবান গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন আহত হয়েছে। কাবুলের পশ্চিমাঞ্চলে পুলিশ স্টেশনে ঢোকার মুখের কাছে বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এ কথা জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, অন্তত ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। দেশটিতে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চলা শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান জুড়ে সহিংসতা বেড়ে গেছে।

আরও পড়ুনঃ জাতিসংঘ কি ঘুমিয়ে আছে? প্রশ্ন আফ্রিদির

মঙ্গলবার কাবুলে মাদক বিরোধী দপ্তরের শ্রমিক বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো সাতজন আহত হয়েছে।

ইত্তেফাক/টিএস