শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেনারেল মোশাররফের ফোনে আড়ি পেতেছিল ভারত

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০৯

১৯৯৯ সালের ২৬ মে কারগিল যুদ্ধের সময় পাকিস্তানের তত্কালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের ফোনে আড়ি পেতেছিল ভারত। সেই রেকর্ড পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও শোনানো হয়েছিল। যদিও এর পুরোটাই গোপন রাখা হয়েছিল। ২৬ মে সকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ভেদ প্রকাশ মালিক ফোন রেকর্ডের কথা জানিয়েছিলেন দেশটির গুপ্তচর সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর সচিব অরভিন্দ দাভে। তিনি জেনারেল মালিককে বলেন, পাকিস্তানের দুই জেনারেলের মধ্যে কথোপকথন তাঁরা রেকর্ড করেছেন।

দুই জেনারেলের কথাবার্তার কিছুটা অংশ পড়েও শোনালেন দাভে এবং বললেন, এই কথোপকথনের মধ্যে বেশ কিছু গোপন তথ্য রয়েছে, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সেই ফোনের কথা মনে করে জেনারেল মালিক বিবিসিকে বলছিলেন, দাভের এই ফোনটা আসলে করা উচিত ছিল ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্সকে। কিন্তু তাঁর সেক্রেটারি ভুল করে আমার নম্বরে ফোন করে ফেলেছিল। যখন তিনি বুঝতে পারলেন যে ডি জি এম আইয়ের (সেনাবাহিনীর নিজস্ব গুপ্তচর বিভাগ) বদলে আমার কাছে ফোনটা চলে এসেছে, খুব লজ্জা পেয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছিলাম, এক প্রান্তে জেনারেল মোশাররফ এবং অন্য প্রান্তে সিনিয়র কোনো কর্মকর্তা।