বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা পশ্চিম কমিশনারেটে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:১২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন অন্যান্য রাজস্ব অফিস কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে সাফল্য পেয়েছে। আলোচ্য সময়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এই অফিস ২ হাজার ৭৮১ কোটি টাকা ভ্যাট আদায় করেছে। এর আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ২৮১ কোটি টাকা। এছাড়া গত জুনে ঐ ভ্যাট কমিশনারেটে আদায় বেড়েছে ৬১ শতাংশ। ঐ মাসে আদায় হয়েছে ৫২৬ কোটি টাকা। পূর্বের অর্থবছর জুনে আদায় ছিল ৩২৬ কোটি টাকা।

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর বিভাগীয় অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে শিল্পাঞ্চল অধ্যুষিত রাজস্ব সম্ভাবনাময় এলাকাও রয়েছে। গত কয়েক মাসে এসব এলাকায় ভ্যাট ফাঁকি ধরতে বেশকিছু অভিযান পরিচালনা করা হয়।