শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুন্সীগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:১০

মুন্সীগঞ্জ জেলায় পল্লী বিদ্যুত্ সমিতি স্থাপিত ১১ হাজার প্রিপেইড মিটার সরিয়ে নেওয়া এবং নতুন করে এ মিটার স্থাপন না করার দাবিতে রবিবার দুপুরে শহরের পুরাতন কাচারিস্থ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নাগরিক ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ নামক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশশেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা। তবে পুলিশের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যান। সংগঠনের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির বলেন, অতিরিক্ত বিল প্রদর্শনকারী ‘ভৌতিক’ এই প্রিপেইড মিটার বন্ধের জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি স ম কামাল হোসেন, নারী নেত্রী হামিদ খাতুন, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর ঢালী, মুন্সীগঞ্জ শহর মসজিদ মার্কেট সভাপতি মো. হোসেন লিটন প্রমুখ।