বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেলোশিপ গ্রহণে লন্ডন গেছেন বিএসএমএমইউ উপাচার্য

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৪৩

চিকিত্সা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে লন্ডনে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আগামীকাল ২৩ জুলাই তাকে সম্মানসূচক ফেলোশিপ ডিগ্রি প্রদান করবে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডন। গত ১৯ জুলাই কাতার এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গত বছর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড ইমেইলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আগামী ২৮ জুলাই কাতার এয়ারওয়েজের বিমানে দেশে ফিরবেন। ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে তার সহধর্মিণী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী এবং ছেলে ডা. সুদীপ বড়ুয়া লন্ডনে যান। —প্রেস বিজ্ঞপ্তি