শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনগণের প্রত্যাশা পূরণে বিট পুলিশিং ব্যবস্থা ----------মাধবপুরে সিলেটের ডিআইজি

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৩

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভায় সিলেটের ডিআইজি কামরুল ইসলাম বলেছেন, বিট পুলিশিং ব্যবস্থা জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে চিহ্নিত করা সহজ হবে। তাদেরকে চিহ্নিত করে ত্বরিত আইনের আওতায় আনতে বিট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার সকালে মাধবপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জের এসপি মোহাম্মদউল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি মো. নাজিমউদ্দীন, মাধবপুরের নবাগত ওসি আজমিরুজ্জামান, আওয়ামী লীগ সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আলহাজ আতিকুর রহমান প্রমুখ।