বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যশোরে সিজারের সময় নবজাতকের মাথা কাটলেন চিকিত্সক

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:৩২

যশোর কিংস হাসপাতালে এক প্রসূতির সিজার করার সময় গর্ভের সন্তানের মাথা কেটে ফেলেছেন ডা. আতিকুর রহমান। ঘটনার দুদিন পর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি যশোর সদরের সতীঘাটা পান্থাপাড়া গ্রামের বাসিন্দা ইকরাম হোসেনের সন্তান।

শিশুটির পিতা ইকরাম হোসেন জানান, তার গর্ভবতী স্ত্রী নাজনীন নাহার বুধবার সন্ধ্যায় ভর্তি হন ডা. আতিকুর রহমানের মালিকানাধীন কিংস হাসপাতালে। ‘ভর্তির পরপরই কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডা. আতিকুর রহমান তার স্ত্রীর অপারেশন করেন। অপারেশন করার সময় গর্ভে থাকা শিশুটির মাথায় অপারেশন কাজে ব্যবহূত অস্ত্রের পোঁচ লাগে। এতে মাথার তালুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়।’

প্রসূতির স্বজনরা ভূমিষ্ঠ শিশুর মাথায় রক্ত দেখে একটু উত্তেজিত হয়ে উঠলে ডা. আতিক তাদের ধমক দিয়ে বলেন, ‘এটা কিছু না, সামান্য ব্যাপার।’ ঐ অবস্থায় দুদিন তার হাসপাতালে রেখে দেন শিশুটিকে। শিশুর অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সকাল ১০টায় তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর আড়াইশ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক কাজল মল্লিক জানান, ‘শিশুটির মাথা কাটা রয়েছে। কি কারণে কাটা হয়েছে, তা জানি না।’

এ ব্যাপারে ডা. আতিকুর রহমান জানান, ‘এটা তেমন কোনো বড়ো ঘটনা না। এটা অপারেশনের সময় হতেই পারে।’

প্রসঙ্গত ডা. আতিকুর রহমান গাইনি বিশেষজ্ঞ নন। তিনি ছিলেন যশোর আড়াইশ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিভিল সার্জন।