শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজীপুরে শতাধিক মাদক কারবারির আত্মসমর্পণ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:০৫

গাজীপুরে নারী-পুরুষ মিলিয়ে শতাধিক দেশীয় মদ তৈরির কারিগর ও মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তারা আর মাদকের সঙ্গে সংশ্লিষ্ট না থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করেছেন। আত্মসমর্পণের পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

তাদের আত্মসমর্পণ উপলক্ষ্যে রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর সদর থানার বনগ্রাম, নান্দুয়াইন ও কুমারখাদাসহ আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ সময় তারা আর কোনোদিন মাদকের সঙ্গে জড়িত না হয়ে স্বাভাবিক জীবনে ফিরে অন্য পেশায় যুক্ত হবার শপথ গ্রহণ করেন। পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন তাদেরকে পুনর্বাসনসহ স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মহানগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার আরিফ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মুনজুর হোসাইনসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।