বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিমান্ড শেষে স্ত্রীসহ রেল পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৫৫

কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে পাচারের সময় গ্রেফতার হওয়া রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এবং তার স্ত্রীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার  দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম আল মামুন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন—রেল পুলিশের টিএসআই বাবুল খন্দকার ও তার স্ত্রী শিউলি বেগম। বাবুল খন্দকার নড়াইলের লোহাগড়ার বাসিন্দা। উল্লেখ্য, ৩ জুলাই রাজধানীর সায়েদাবাদে অভিযান চালিয়ে ঐ রেল পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার  করে  র্যাব সদস্যরা। তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙ্গে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন গেন্ডারিয়া থানায় মামলা করেন।