বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগের সম্মেলনে গৃহীত ‘একই’ জলবায়ু চুক্তি স্বাক্ষর করবে জি-২০: মরকেল

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৪:৪৮

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল শনিবার বলেছেন, জি-২০ জলবায়ু পরিবর্তন বিষয়ে আর্জেন্টিনায় গত সম্মেলনে গৃহীত একই চুক্তি স্বাক্ষর করবে। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্র চুক্তিটিতে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।

ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে মরকেল সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে গত বছর আর্জেন্টিনায় আমরা যে ধরনের ঘোষণা দিয়েছি, এ জি-২০ সম্মেলনেও আমরা একই চুক্তি ১৯+১’র ঘোষণা দেবো। 

২০১৮ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ঘোষিত চুক্তি অনুযায়ী নেতারা জলবায়ু পরিবর্তন সীমিত রাখতে ‘অপরিবর্তনীয়’ প্যারিস চুক্তির ‘পূর্ণ বাস্তবায়নে’ স্বাক্ষর করেন। 

আরো পড়ুন: কফিনে মিলছে কফি খাওয়ার সুযোগ ! 

কিন্তু ওই সময় যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে।

ইত্তেফাক/এসআর