শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চরভদ্রাসনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৮

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসনে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজলুল হককে (৪৭)  গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলুল হক চর সর্বান্দিয়া গ্রামের মৃত মনসুর ফকিরের ছেলে। চরভদ্রাসন থানা সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফজলুল হকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তার চাচা রাজ্জাক ফকির। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। ১৯৯১ সালের ২৪ জুলাই ফরিদপুরের তত্কালীন জেলা ও দায়রা জজ আসামি ফজলুল হকের অনুপস্থিতিতেই হত্যা মামলার একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড অনাদায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করে। রায় ঘোষণার দীর্ঘ ২৮ বছর পর গ্রেফতার হলেন ফজলু।

এ প্রসঙ্গে চরভদ্রাসন থানার সহকারী এ এস আই মো. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সর্বান্দিয়া গ্রাম থেকে ফজলুল হককে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।