শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নড়াইলে এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে একজন আটক

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৬

নড়াইল প্রতিনিধি   

নড়াইলে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য পুলিশ সুপারকে (এসপি) ৭ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি আটক হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানান। এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ পূর্বে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি আমাকে খেলার জার্সি উপহার দিতে আমার অফিসে আসেন। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘুষ দেয়ার অভিযোগে তাকে (নুরুল ইসলামকে) আটক করা হয়। এছাড়া আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে। পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য নুরুল ইসলাম ঘুষ দিতে চেয়েছিল।