বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০১৭ সালের আগের ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

আপডেট : ২৭ জুন ২০১৯, ১৬:০১

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমাও দিয়েছেন।

এর আগে গতকাল এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নিয়োগ প্রক্রিয়া নতুন করে দেওয়া হবে। তাই ২০১৭ সালের আগে যে সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

আরো পড়ুন: প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ১

প্রসঙ্গত, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির মাধ্যমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ কার্যকর করে থাকে।

এবার নতুনদের নিয়োগ দিতে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডিএজি এবং এএজি পদে কর্মরতদের পদত্যাগ করতে বলা হয়। 

ইত্তেফাক/জেডএইচ