বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিউনিশিয়া থেকে দেশে ফিরছেন আরো ২০ জন

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:১১

তিউনিশিয়া থেকে তৃতীয় ধাপে গতকাল বুধবার দেশে ফিরেছেন আরো ২০ বাংলাদেশি। গতকাল বিকাল সোয়া পাঁচটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বিমানবন্দর অভিবাসন পুলিশ নিশ্চিত করেছে। বিমানবন্দরেই তাদের জিজ্ঞাসাবাদ করে অভিবাসন পুলিশ। 

তিউনিশিয়ার উপকূলস্থ ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ৬৪ বাংলাদেশির মধ্যে প্রথম ধাপে গত ২১ জুন দেশে ফেরেন ১৭ জন, দ্বিতীয় ধাপে মঙ্গলবার ফেরেন ১৫ জন। সব মিলিয়ে দেশে ফিরেছেন ৫২ জন। বাকিদের মধ্যে কয়েকজন দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তাদেরকেও ফেরত পাঠানোর জন্য তিউনিশিয়া কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে যোগাযোগ করছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।