শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কার জয়ে জমে গেল বিশ্বকাপ

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

হেডিংলিতে শুক্রবার ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপটাই জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। অনেকটা একমুখী হয়ে চলতে থাকা টুর্নামেন্টটা মাঝপথে এসে প্রাণ ফিরে পেল। যার রূপকার শ্রীলঙ্কা। এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে তারা। ৬ ম্যাচে দুটি জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্রর শেবাগ বিশ্বাস করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয় নতুন জীবন দিল বিশ্বকাপকে। এখন পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলগুলোর জন্যও সুযোগ তৈরি হয়েছে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকেই ধরা হয়েছিল চার সেমিফাইনালিস্ট। এখন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কার সামনেও দরজা খুলে গেল, নিজেদের শেষ ম্যাচগুলো জিতে সমীকরণের জটের সুবিধা নিয়ে সেমিতে যেতে পারে তারাও। শুক্রবার লঙ্কানদের জয়ের পর টুইটারে শেবাগ লিখেছেন, ‘ইংল্যান্ডকে হারানো শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স। ইংল্যান্ড সামনে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেখানে তিন ম্যাচের দুটি জিততে হবে। বিশ্বকাপ প্রাণবন্তই থাকছে।’

আর শেষ তিন ম্যাচ হারলে সেমির আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারে স্বাগতিক ইংল্যান্ড। মাঝপথে এসে বিশ্বকাপে একটা নাটকীয় পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিসংখ্যানও ইংলিশদের পক্ষে নেই। কারণ ১৯৯২ সালের পর থেকে আগামী তিন ম্যাচের প্রতিপক্ষদের কাউকেই হারাতে পারেনি ইংল্যান্ড। যদিও এবার ঘরের মাঠে দারুণ ফর্মে আছে ইয়ন মরগানের দল।

শুক্রবার হেডিংলিতে ৯ উইকেটে ২৩৯ রান করেছিল শ্রীলঙ্কা। এই টার্গেট পাড়ি দিতে গিয়েই ৪৭ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় অঘটনের শিকার হয় স্বাগতিকরা।