বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধর্মবিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে যোগ ব্যায়ামের অবস্থান :মোদি

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:১৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শান্তি, সম্প্রীতি ও উন্নতির লক্ষ্যে যোগাভ্যাস করুন। কারণ যোগ ব্যায়ামের সঙ্গে ধর্ম কিংবা ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত কোনো সম্পর্ক নেই। এটি সবকিছুর ঊর্ধ্বে। রাঁচিতে আন্তর্জাতিক যোগ দিবস পালনে অংশ নিয়ে সেখানে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মোদি বলেন, অনেক কঠিন চ্যালেঞ্জের সমাধান করে দিতে পারে যোগ। তিনি দেশবাসীকে যোগদিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, যোগের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। মানসিক কিংবা শারীরিক, সার্বিকভাবে ভালো থাকার চাবিকাঠি হলো যোগ। গরিব মানুষের কাছে যোগ পৌঁছে দেওয়ার বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমাদের উচিত যোগকে শহর থেকে গ্রামে ও উপজাতি এলাকায় ছড়িয়ে দেওয়া। সবাই যেমন সফটওয়্যার আপডেট করেন, সেরকমভাবেই যোগের বিষয়েও আপডেট থাকার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, যোগ ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যোগ ব্যায়ামকে প্রতিদিনের রুটিনের অংশ করে নিন। কেবল ওষুধ আর অস্ত্রোপচারের মাধ্যামেই সমস্যার সমাধান হবে না। ‘ইলনেসের’ পাশাপাশি ‘ওয়েলনেস’ও প্রয়োজন। এটাই ভারতীয় দর্শন। ভারতের পাশাপাশি বিদেশের মানুষজনও এখন শরীর চর্চার এই পদ্ধতিকে গ্রহণ করছে। তাই এটি নিয়ে গবেষণার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। ভাষণের পর রাঁচির প্রভাত তারা ময়দানে প্রায় ৪০ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়ামের বিভিন্ন আসন করেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।