শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এ কেমন বিদ্যুত্?

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:১৬

আকাশে মেঘ জমলেই বিদ্যুত্ চলে যায়। প্রচণ্ড রোদে বিদ্যুত্ থাকে না। এক ফোঁটা বৃষ্টির পানি জমিনে পড়লেই বিদ্যুত্ ফুড়ুত্। সামান্য একটু বাতাসেই বিদ্যুত্ হাওয়া। আকাশে একবার মেঘের গর্জন হলেই বিদ্যুত্ লাপাত্তা। আর এভাবে একবার বিদ্যুত্ গেলে ৪/৫ ঘণ্টা তার দেখা মেলা ভার। এমন ঘটনা ঘটেই চলেছে গত কয়েক বছর ধরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনাতে। তারপরও সমাধানে কেউই এগিয়ে আসছেন না এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান তত্পরতাও চোখে পড়ছে না। অথচ সাধারণ গ্রাহকেরা প্রতিমাসে ঠিকই বিদ্যুত্ বিল পরিশোধ করছেন। পরিশেষে, দীর্ঘদিনের বিদ্যুতের এহেন বেহাল দশা থেকে কাকিনাবাসীকে রক্ষার জন্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. শহীদুর রহমান

কাকিনা, লালমনিরহাট