শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ব্যক্তিতে ভরসা করা যাবে না’

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৩

বিশ্বকাপ জয়ের প্রথম স্বাদটা ভারতকে এনে দিয়েছিলেন কপিল দেব। ফলে তিনি জানেন, এই টুর্নামেন্ট জিততে কী করতে হয়। ভারতীয় দলকে এই টুর্নামেন্টের আগে পরামর্শ দিতে গিয়ে সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, ভারত কোনো একক খেলোয়াড়ের ওপর যেনো ভরসা না করে। একটা দল হয়ে খেলতে পারলে তবেই সাফল্য আসবে বলে মনে করেন কপিল দেব।

ভারতীয় দল কিভাবে সাফল্য পেতে পারে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ভারতকে অবশ্যই যেটা করতে হবে, একক কারো ওপর নির্ভর করা বন্ধ করতে হবে। তাদের নিশ্চিত করতে হবে, পুরো দল যেনো সম্পৃক্ত থাকে। আর ভারতীয় দল যেনো একটা দল হয়ে লড়তে পারে।’

এই বিশ্বকাপে ভারতের খুব ভালো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন কপিল। তবে সে জন্য তার শর্ত হলো, সবগুলো ম্যাচেই সব খেলোয়াড়কে ভালো ফর্মে থাকতে হবে। সেটা করতে পারলেই সাফল্য দেখেন এই সাবেক অধিনায়ক, ‘ভারতীয় দল বিশ্বকাপে অনেকদূর যাওয়ার ক্ষমতা রাখে। আমি আশা করবো টুর্নামেন্ট জুড়ে প্রতিটা ম্যাচে যেনো ভারতের সব খেলোয়াড় তাদের ফিটনেসের শীর্ষে থাকে। বিশেষ করে কোনো খেলোয়াড় যেনো ইনজুরিতে না পড়ে বা অসুস্থ না হয়। প্রতিটা ম্যাচে একাদশ নির্বাচনের জন্য ১৫ জন সুস্থ খেলোয়াড় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’

ভারতের এই দলটার বোলারদের প্রশংসা করছেন কপিল দেব। তিনি মনে করছেন, এমন একটা বোলিং আক্রমণ ভারত নিয়ে গেছে, যেটা সবার সমীহের ব্যাপার, ‘ভারতীয় এই দলটার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, তাদের বোলিং আক্রমণ। তারা এখন যেভাবে বল করছে এবং একসাথে লড়ছে, সেটা সব প্রতিপক্ষের কাছে সমীহ আদায় করতে পেরেছে।’

তবে কপিল মনে করেন, এই দলে সাফল্য আসার একটা বড় কারণ হবে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারের উপস্থিতি, ‘আমি মনেকরি, হার্দিক পান্ডিয়ার যে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে, তাতে সে যে কোনো ম্যাচেই অধিনায়কের কাছ থেকে ১০ ওভার বোলিং পাবে। সেই সাথে তার যে পরিষ্কার হিট করার ক্ষমতা, তাতে সে ব্যাট হাতেও বড় একটা ভূমিকা রাখতে পারে। সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সে খেলা বদলে দিতে পারে।’

কপিল দেব মনে করেন কুলদীপ যাদব বা যুজুবেন্দ্র চাহালের মতো তরুণরাও ইংলিশ কন্ডিশনে ভালো করতে পারে, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইংলিশ কন্ডিশনে যাদব বা চাহাল কী কোনো চাপ তৈরি করতে পারবে কি না। আমার উত্তর ছিল, প্রত্যেক দলে এরকম একজন দুজন খেলোয়াড় আছে, যাদের অভিজ্ঞতা কম। কিন্তু তারা ভালো করতে পারবে। এই দুজন স্পিনারকে অবশ্যই বিশ্বাস করতে হবে, তারা এই টুর্নামেন্টে ভালো করতে পারবে।’