শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সম্মানী ভাতা তোলা হলো না মুক্তিযোদ্ধা রফিকুলের

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৫

মেহেরপুর গাংনীর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ...রাজেউন)। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলে ,বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাক্তন আনছার কমান্ডার রফিকুল ইসলাম মেহেরপুর উপজেলার কাজীপুর কাচারীপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দীনের ছেলে।

তার সহকর্মী সাবেক কমান্ডার সামসুল আলম সোনা জানান, তিনি বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সম্মানীভাতা উঠানোর জন্য ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বেলা ৫ টার সময় কাজীপুর ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: নুসরাত হত্যা: আদালতে আইনজীবীদের গালাগালি করলেন আসামিরা

গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এ বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সামসুল আলম সোনাসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ তার  জানাজায় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ