শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদে তিশা চঞ্চলের ধামাকা অফার

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:২৯

টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হলো নাটক। আর সেইসব নাটকের প্রতি দর্শকদের আগ্রহ থাকে, যেগুলোতে জনপ্রিয় তারকারা অভিনয় করেন। এছাড়া ভালো গল্প ও পরিচালকের নির্মাণশৈলী বুঝেও নাটক দেখেন কিছু কিছু দর্শক। এবারের ঈদে আরটিভিতে প্রচারের জন্য নন্দিত নির্মাতা মাসুদ সেজান নির্মাণ করেছেন ৭ পর্বের স্বল্পবিরতির বিশেষ ধারাবাহিক নাটক ‘ধামাকা অফার’। এই নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী। এই নাটকের আদ্যোপান্ত নিয়ে লিখেছেন খালেদ আহমেদ

মাসুদ সেজানের নাটক মানেই দর্শকের এক ধরনের বাড়তি আগ্রহ, যা তৈরি হয়েছে তাঁর নিজস্ব সংলাপভঙ্গি আর স্বকীয় পরিচালনার গুণে। ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত ৭ পর্বের এই ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, একটার সঙ্গে একটা ফ্রি পেতে পেতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি, কোনো অফার ছাড়া কেউ আর কিছুতেই আগ্রহী হচ্ছে না। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে ধামাকা অফার ডট কম। এখানে মোজাহার হোসেন একটা দোকান খুলে বসেছে। অফিসের নাম ‘ধামাকা অফার’। যেখানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ একজন মানুষের সকল প্রকার চাহিদা, বিশেষ অফারের মাধ্যমে পূরণ করা হয়। বর্তমানে বিয়ে নিয়ে একটি ধামাকা অফার চলছে। যেকোনো পাত্রপাত্রী, এখানে এসে তার মনের মতো সঙ্গীকে খুঁজে নিতে পারবেন। অফার হিসেবে কাজের বুয়া ফ্রি, হানিমুন ফ্রি, কেউ নতুন সংসার করতে চাইলে এক মাসের বাসা ভাড়া ফ্রি, অথবা জামাইয়ের সেরোয়ানি, কনের বিয়ের শাড়ি ফ্রি ইত্যাদি। ধামাকা অফারের ম্যানেজার হিসেবে ভিপি আসলাম খুবই বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে। পাত্রপক্ষ কিংবা পাত্রীপক্ষ এখানে এসে প্রথমেই পাত্রপাত্রীকে স্বচক্ষে দেখতে চায়, চুক্তিনামার আগেই নিজেরা সামনাসামনি কথা বলতে চায়। এইটা খুবই ঝামেলার কাজ। এই ঝামেলা থেকে মুক্তির জন্য সে সুন্দর একটা সমাধান বের করেছে। একটি হ্যান্ডসাম ছেলে ও একটি সুন্দরী মেয়েকে মাসিক বেতনের ভিত্তিতে মডেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেরকমই একজন মডেল পাত্রী রুপা। রুপাকে এক বৃদ্ধ পাত্র দেখতে এসে পছন্দ করে ফেলে এবং তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রুপার বেকার স্বামী আবীরের কাছে অফার ডট কমের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় একদিনের জন্য হলেও সে যেন তার স্ত্রীকে ডিভোর্স দেয়। বিনিময়ে বিশাল অংকের টাকাও অফার করা হয়। এরকমই এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে হাস্যরসের ভিত্তিতে নাটকটির গল্প এগিয়ে যায়। এই নাটকে আরো অভিনয় করেছেন ডা. এজাজ, আব্দুল্লাহ রানা, নীলা ইসলাম, সাজ্জাদ রেজা, মুসাফির বাচ্চু, সৈয়দ গোলাম সরোয়ার, আহসান কবির, হায়দার কবির মিথুন প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘এই ধারাবাহিকের গল্পটা বেশ মজার। এখানে আমি রুপা চরিত্রে অভিনয় করেছি। যার কাজ হচ্ছে মডেল পাত্রী হিসেবে কাজ করা। সব মিলিয়ে এমন একটি চরিত্রে অভিনয় করে আমি আনন্দিত।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘সেজান ভাইয়ের গল্প ও নির্মাণ দুটোই আমার ভালো লাগে। এই নাটকে দর্শকরা আমাকে আবীর চরিত্রে দেখতে পাবেন। যিনি বেকার। আর তার স্ত্রী হলেন রুপা। তার চাকরি হয় অফার ডট কম নামের একটি প্রতিষ্ঠানে মডেল পাত্রী হিসেবে। আর ওই প্রতিষ্ঠানে ঘটে নানা কাণ্ড। আশা করি, এই ধারাবাহিক নাটকটি দর্শকরা এনজয় করবেন।’ ৭ পর্বের স্বল্পবিরতির বিশেষ ধারাবাহিক নাটক ‘ধামাকা অফার’ প্রচারিত হবে আরটিভিতে ঈদের দিন থেকে ঈদের সাতদিন প্রতিদিন রাত ৭টা ১০ মিনিটে।

 

 

নি র্মা তা  ভা ব না

 

ঈদের ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘সমসাময়িক ঘটনা এবং আমাদের চারপাশের চেনা চরিত্রগুলো নিয়ে আমার নাটকের গল্প। আমার বিশ্বাস করি, আমার নাটকের যাঁরা নিয়মিত দর্শক তাঁরা এই নাটকের মধ্য দিয়ে আরও একটি নতুন বিনোদন স্বাদ গ্রহণ করতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘এবার আমার নাটকে যেসব তারকারা অভিনয় করলেন, এদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই স্বমহিমায় গুণান্বিত। এছাড়া আমার পুরো টিম মেম্বাররাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজগুলো সম্পন্ন করেছেন।’

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন