বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপে আত্মবিশ্বাসী আমলা

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০১

স্পোর্টস ডেস্ক

ব্যাটসম্যান হাশিম আমলা সাম্প্রতিক সময়ে ছন্দহীন থাকলেও বিশ্বকাপের মতো মঞ্চে দক্ষিণ আফ্রিকা হয়ে পারফর্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিকে দলকে নিয়ে কম আলোচনা হবার কারণে দলীয়ভাবেও বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ওপেনিং নিয়ে একটা ধোঁয়াশায় থেকেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। একপাশে কুইন্টন ডি ককের থাকাটা নিশ্চিত। অন্য পাশে হাশিম আমলার অভিজ্ঞতা নাকি এইডেন মার্করামের প্রতিশ্রুতিশীলতাকে প্রাধান্য দেবে, তা নিয়েই ধাঁধায় প্রোটিয়ারা। তবে বিশ্বকাপে দলের ওপেনিং পজিশনে জায়গা পেলে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী আমলা।

সাম্প্রতিক সময়ে ফর্মটা মোটেও সঙ্গ দিচ্ছে না আমলাকে। শেষ ১৭ ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন মোটে এক ইনিংসে, পঞ্চাশোর্ধ্ব ইনিংস চারটি। অন্যদিকে মার্করাম শেষ তিন লিস্টে এ ম্যাচে দুটো পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, অন্য ইনিংসে পেয়েছেন শতকের দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও বেশ ছন্দেই ছিলেন তিনি।    

এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া আমলা জানালেন বড় মঞ্চে খেলার রসদ সম্পর্কে ভালোই ধারণা আছে তার, ‘এখন যে কোনো সময়ের চেয়ে আমি আরও বেশি ক্ষুধার্ত। এই জার্সিটা গায়ে চড়াতে পেরে আমি ধন্য এবং খারাপ সময়টা আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার ব্যাপারে সাহায্য করেছে। এটা আমার তৃতীয় বিশ্বকাপ, তাই আমি জানি এটা কি।’

ইংল্যান্ডে নিজের অতীত আমলার আত্মবিশ্বাসের পালে আরও হাওয়া দিচ্ছে। তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমার দারুণ রেকর্ড আছে এবং এখানে আসাটাকে আমি সবসময়ই উপভোগ করি। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে খেলেছি আমরা এবং তাদের বিপক্ষে কিছু সাফল্যও ছিল আমাদের। তাদের বিপক্ষে আমি ভালোও খেলেছিলাম।’

গেল বিশ্বকাপেও এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিসদের মতো বড় নাম খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে। এবার তেমন বড় নাম না থাকায় বিশ্বকাপ শুরুর আগে পাদপ্রদীপের কিছুটা বাইরেই আছে প্রোটিয়ারা। আমলা ব্যাপারটিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন। তিনি বলেন, ‘চলতি বছর, আপনি আমাদের দলে কোনো বড় নাম দেখবেন না এবং এই কারণে আমাদের উপর কারো মনোযোগ নেই। কিন্তু এই ব্যাপারটার কিছু ভালো দিকও আছে। পূর্বের তুলনায় এখন আমাদের জেতার ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু আমি মনে করি না এটা অতীতে আমাদের পারফর্মেন্সে প্রভাব ফেলেছে। দিন শেষে, আমরা সবসময়ই আমাদের সেরাটা দিয়েছি এবং জেতার জন্যেই খেলেছি। এবার আমাদের নিয়ে কম আলোচনার মানে হচ্ছে আমাদের প্রতি মানুষের প্রত্যাশাও কম। কিন্তু দলের সদস্যরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’