শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্সবের নায়িকা

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫০

চলচ্চিত্রে পথচলা অল্প সময়ের হলেও খ্যাতি তাঁর ঈর্ষণীয়। যে ক’টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তার সবগুলোই পেয়েছে দর্শকপ্রিয়তা। নতুন নায়িকা হিসেবে বুবলীর এটা বড় অর্জন। তাঁকে নিয়ে লিখেছেন ইমরুল নূর

ঈদকে ঘিরে তোড়জোড় চলছে ছবি মুক্তির। এখন পর্যন্ত নিশ্চিত মুক্তি পেতে যাওয়া তিনটি ছবির নায়িকা শবনম বুবলী। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান প্রযোজিত ও মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিবের নায়িকা হয়ে আবারও ঈদে আসছেন ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা। এ ছবিতে আরো অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, ডন প্রমুখ। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বসগিরি’ ছবির মাধ্যমেই ঢালিউডে অভিষেক ঘটে বুবলীর। ছবিটি মুক্তি পেয়েছিল ঈদে। তবে মজার বিষয় হলো অভিষেকের পর এখন পর্যন্ত বুবলী অভিনীত সাতটি ছবিই মুক্তি পেয়েছে ঈদ উত্সবে। আর তাঁর অষ্টম ছবি ‘পাসওয়ার্ড’ও মুক্তি পেতে যাচ্ছে এবার ঈদেই। লাকি সেভেন পার করে আসা এ নায়িকাকে সবাই উত্সবের নায়িকা বলে থাকেন। বিষয়টিকে কিভাবে দেখেন, প্রশ্ন করতেই এক গাল হেসে শবনম বুবলী বলেন, ‘আমি আসলে ঈদ-কপালী। এখন পর্যন্ত অভিনীত আমার সবগুলো ছবিই ঈদে মুক্তি পেয়েছে। ‘পাসওয়ার্ড’ ছবিটিও ঈদের ছবি। বিষয়টি আমার কাছে খুবই আনন্দের। এতে করে আমার ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। যদিও ঈদের সময় কোথাও বের হওয়া হয় না, তারপরও মনের ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করে।’ তিনি আরো বলেন, ‘ছবিটির গল্প, কাহিনি বা চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। শুটিং প্রায় শেষের দিকে, শুধু গানের শুট বাকি আছে। আমরা প্রত্যেকে ছবিটির জন্য অনেক কষ্ট করেছি। নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি, তবু ছবি সম্পর্কে কিছু ফ্ল্যাশ করিনি। কারণ আগেই সব বলে ফেললে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে। আর দর্শকদের উদ্দেশে এটুকুই বলব, ‘পাসওয়ার্ড’ আমার ছবি, আপনার ছবি, আপনাদের ছবি। অনুরোধ করব আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। আপনারা হতাশ হবেন না আশা করি।’ এদিকে চলচ্চিত্রের বাইরেও বুবলী তিব্বত-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তাঁর অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘সুপার হিরো’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘ক্যাপ্টেন খান’।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন