শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁয়ে নৌকায় ভোট দেওয়ায় হামলা, যুবলীগ নেতাসহ আহত ৫

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩২

সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়ি, দোকানে হামলা ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।  রবিবার রাতে সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতসহ পাঁচজনকে পিটিয়ে জখম করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান জানান, নৌকায় ভোট দেওয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলামের নেতৃত্বে হামলা চালান। এ সময় আমার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাকির বাধা দিলে তাকে হামলাকারীরা ছুরিকাঘাত করে। এসময় তারা দোকানে ভাঙচুর ও লুটপাট করে। জাকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলাকারীরা একই সময় নৌকার সমর্থক আমির হোসেন, ইমরান, শাহিনসহ চারজনকে পিটিয়ে আহত করে।  

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নবীনগরে দু’টি গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে জিল্লুর চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হয়। অপরদিকে একই দিনে উপজেলার রতনপুর ইউনিয়নে খাগাতোয়া গ্রামে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকায় থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাসহ ছয়জনকে আটক করে পুলিশ। ওই দুই গ্রামের বিজিবিসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, দুই গ্রামের পরিস্থিতি এখন শান্ত, গ্রাম দু’টি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।