শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছড়া

আবুল স্মৃতি ওভারব্রিজ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৫

g ব্রত রায়

আবুল মিয়া চালাক মানুষ

আবুল ঢাকাবাসী

‘ক্ষ্যাত পাবলিক’ দেখলে আবুল

দেয় একখান হাসি!

 

মাঝপথে সে বাসে ওঠে

মাঝ রাস্তায় নামে

হাত দেখালেই তার ইশারায়

বাসের মামু থামে।

 

বাইকে চড়ে বেরোয় যেদিন

সেদিন কে পায় তারে

ট্র্যাফিক পুলিশ, পথচারী—

কেয়ার করে কারে?

 

সিগন্যালে কে দাঁড়ায়? মারে

সুযোগ পেলেই টান

জ্যাম দেখলেই ফুটপাথে সে

ওঠাবে বাইকখান।

 

আবুল ওঠে ওভারব্রিজে?

ভাবছো বলদ তাকে?

ওভারব্রিজের নিচ দিয়ে সে

ক্রসিং করে থাকে।

 

রাস্তা পেরোয় আবুল, প্রায়ই

মোবাইল থাকে কানে

ক্যান তাকাবে আবুল মিয়া

বামে এবং ডানে?

 

সেদিন এসে বাস দিয়েছে

পথেই তাকে পিষে

আবুল মিয়ার সব চালাকি

ধুলোয় গেল মিশে!

 

মরল আবুল... তার নামে ক্যান

বানায় না ব্রিজ তারা?

কারণ পাশেই আগের থেকে

ব্রিজ আছিল খাড়া!

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন