শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশির লাশ দেশে আনা হয়েছে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:২৭

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে উগ্রবাদীর গুলিতে নিহত নারায়ণগঞ্জ বন্দরের ওমর ফারুক ও নরসিংদীর পলাশের জাকারিয়া ভূঁইয়ার লাশ গতকাল রাতে দেশে আনা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরে রাত সাড়ে ১০ টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশ দুটি আনা হয়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১১ টার দিকে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে জাকারিয়া ভূঁইয়ার লাশ দেশে আনতে তার স্ত্রী রীনা আক্তার গত ২০ মার্চ নিউজিল্যান্ডে যান। গতকাল স্বামীর লাশের সঙ্গে রীনা আক্তার দেশে ফেরেন। পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ১১ টায় পলাশের গজারিয়া জয়পুরা ঈদগাহে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

অপরদিকে, নিহত ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের এইচ এম সেন রোড রাজবাড়ী এলাকায়। গতকাল বিমানবন্দর থেকে তার পরিবারের সদস্যরা লাশ বুঝে নেন।