শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:০৬

অর্থাভাবে চিরপঙ্গুত্বের পথে ১১ বছরের শিশু রাশিদা খাতুন। গত ২০ ফেব্রুয়ারি রিক্সা উল্টে মারাত্মক দুর্ঘটনায় রাশিদার ডান পা ভেঙে গেছে এবং বাম হাতের তিনটি রগ ছিড়ে যাওয়াসহ বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। রাশিদার বাবা-মা মারা গেছেন অনেক আগেই। মামার কাছে বেড়ে ওঠা রাশিদা রাজধানীর হলি লাইফ কিন্ডার গার্টেন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

বর্তমানে রাশিদা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন আছে। চিকিত্সক জানিয়েছেন, রাশিদার পর পর তিনটি গুরুত্বপূর্ণ অস্ত্রপচারের পরে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। নয়তো সে চির পঙ্গুত্ববরণ করবে। রাশিদার মামা ৩৪ হাজার টাকা ধার করে একটি অপারেশন করিয়েছেন। কিন্তু আরো দুটো অপারশন করা জরুরি। যার জন্যে খরচ লাগবে আরো ৫৪ হাজার টাকা। তাই মামা আব্দুল আউয়াল খান সমাজের হূদয়বান ও বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। রাশিদাকে সাহায্য পাঠানোর ঠিকানা- আব্দুল আওয়াল খান, সঞ্চয়ী হিসাব নং— ১৭৮১০৫২১৬৪২ , ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সুইফট কোড নং-ডি.বি.বি.এল বি.ডি -ডি এইচ। রামপুরা শাখা, ঢাকা-১২১৯। বিকাশ করা যাবে-০১৯৪২০৫৫২২৯ নম্বরে।