শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি মাহাথির

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:৪৯

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ২৩ মার্চ পাকিস্তান দিবসের জাতীয় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানিয়েছে। টুইটার, পাকিস্তান টুডে।

টুইটারে আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী, বাহরাইনের সেনাপ্রধান এবং ওমান থেকে কয়েকজন সরকারি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার মোহাম্মদ নাফিজ জাকারিয়া মালয়শিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কুচওয়াজে অংশ নেয়ার দাওয়াত দেন। যেটি গ্রহণ করেন মাহাথির।

আরও পড়ুনঃ ফোন থেকে স্ত্রীর সব নগ্ন ছবি ডিলিট করলে মিলবে ডিভোর্স: হাইকোর্ট

কুচকাওয়াজে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমান ও চীনের জেএফ-১০ বিমান অংশগ্রহণ করবে। আজারবাইজান, বাহরাইন, সৌদি আরব ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর প্যারাট্রুপাররা এতে অংশ নেবে।

১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব পাশ হয়। প্রতি বছরই এই দিনটি পাকিস্তান দিবস হিসেবে উদযাপন করে পাকিস্তান।

ইত্তেফাক/টিএস